Presenting another song of melodious Mahtim Shakib, this time enjoy his fresh new song 'Tor Chowate'.<br /><br />This Music Video Is Released on ► 30th December 2021<br /><br />Lyric:<br />তোর সাথে আজ আমি যাবো হারিয়ে<br />হাতদুটো তুই দেনারে বাড়িয়ে ||<br />তোর সাথে আমার কিছু গল্প বলা বাকি<br />তোকে ঘিরে রোজ স্বপনে আমি বিভোর থাকি ||<br /><br />সবকিছু আজ ভুলে থাকবো তোর সাথে<br />আয়না দুজন মিলে হাত রাখি দু'হাতে<br />তোর ছোঁয়াতে<br />মন পাড়াতে<br />ওঠেরে কাপন<br /><br />বলছি তোকে শোন কি বলে এ মন<br />এই জীবনে তোকে আমার খুব প্রয়োজন ||<br /><br />বন্দী করে রাখবো তোকে মনের জেলখানায়<br />তোর পাশে এই আমাকে খুব বেশি মানায়<br />রাখবো ধরে শক্ত করে যেতে দেবোনা<br />তুই শুধু আমার জন্য আর কারো না<br /><br />তোর সাথে আমার কিছু গল্প বলা বাকি<br />তোকে ঘিরে রোজ স্বপনে আমি বিভোর থাকি ||<br /><br />সবকিছু আজ ভুলে থাকবো তোর সাথে<br />আয়না দুজন মিলে হাত রাখি দু'হাতে<br />তোর ছোঁয়াতে<br />মন পাড়াতে<br />ওঠেরে কাপন<br /><br />বলছি তোকে শোন কি বলে এ মন<br />এই জীবনে তোকে আমার খুব প্রয়োজন ||<br /><br />ইচ্ছে গুলো বলছে আমায় তোকে শুধু চাই<br />তোর কাছে সুখ আছে অন্য কোথাও নাই<br />থাকলে দূরে হৃদয় পুড়ে ব্যথা দিস না বুকে<br />তোর মত এমন করে কে বুঝে আমাকে<br /><br />তোর সাথে আমার কিছু গল্প বলা বাকি<br />তোকে ঘিরে রোজ স্বপনে আমি বিভোর থাকি ||<br /><br />সবকিছু আজ ভুলে থাকবো তোর সাথে<br />আয়না দুজন মিলে হাত রাখি দু'হাতে<br />তোর ছোঁয়াতে<br />মন পাড়াতে<br />ওঠেরে কাপন<br /><br />বলছি তোকে শোন কি বলে এ মন<br />এই জীবনে তোকে আমার খুব প্রয়োজন ||<br /><br />Song: Tor Chowate<br />Singer: Mahtim Shakib<br />Cast: Siam & Afsana Jui<br />Lyricist: Mamun Afnan Rumey<br />Tune & Music: Kausar Khan<br />D.O.P: Jahangir Gazi<br />Choreographer: Rohan & Belal<br />Video Director: Nazmul Evan<br />Edit, Color & VFX: TD Dipok<br />Language: Bangla<br />Label: Anupam<br />
